সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন গাজীপুরে গ্রেফতার
গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ চয়ন ইসলামকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত সাড়ে ২২ টায় উপজেলার তেলিহাটি ইউনিনের টেপির বাড়ি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, গোপন সূত্রে জানতে পারেন সিরাজগঞ্জের সাবেক এমপি টেপিরবাড়ী গ্রামের এক বাড়িতে আত্মগোপনে রয়েছে। ওই সংবাদে পুলিশ, স্থানীয় ছাত্র-জনতা এবং শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গ্রেফতারের পর তাকে পুলিশ শ্রীপুর থানায় নিয়ে আসে।
শ্রীপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার জানান, চয়ন ইসলাম প্রায় ২/৩ মাস যাবত টেপির বাড়ি গ্রামের টেডন বাড়িতে আত্মগোপনে ছিলেন। ময়মনসিংহের ভালুকা উপজেলায় তেপান্তর রিসোর্টের মালিক চয়ন ইসলাম।