বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় কাবিটা ও টিআর প্রকল্পের কাজ ইউএনওর পরিদর্শন ভাঙ্গুড়ায পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক লালমনিরহাটে ঘুষ বানিজ্যকারী নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কামারখন্দে দরবার শরীফের সম্পদ আত্মসাতের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উল্লাপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি কাজিপুরে আ’লীগের মশাল মিছিল; ফেসবুকে ভাইরাল  কুড়িগ্রামে চরাঞ্চল মানুষের আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘সুস্বাস্থ্য’ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের যাত্রা শুরু নাটোরে বিএসটিআই’র অভিযানে তিন বেকারি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার নির্বাচনে নতুন নেতৃত্ব সভাপতি আবু বকর সিদ্দীক,সাধারণ সম্পাদক রনজক রিজভী

সিরাজগঞ্জে অভিনব কায়দায় টাকা ছিনতাই  হওয়া অসহায়  পরিবারকে ৫০ হাজার টাকা হাতে তুলে দিলেন হাজী আব্দুস সাত্তার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৮৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২২ জুলাই, ২০২৩

গত ২৪ জুন ২০২৩ইং তারিখে পুলিশ পরিচয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে অভিনব কায়দায় ১লাখ ৩৪ হাজার টাকা ছিনতাই হওয়া পরিবারকে মানবিক দৃষ্টিতে  ৫০ হাজার টাকা হাতে তুলে দিলেন -সিরাজগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,  বিশিষ্ট ব্যবসায়ী, জনদরদি  হাজী মোঃ  আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার (২০ জুলাই)  দুপুর ১২টায় ধানবান্ধি মতি সাহেবের ঘাট জামে মসজিদ মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান বিধবা শাপলা খাতুনের হাতে এ টাকা তুলে দেওয়া হয়।

তথ্যানুসন্ধানে জানা গত ২৪ জুন ২০২৩ইং তারিখে সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের মৃত সোহরাব আলী মন্ডলের পুত্র ছানোয়ার হোসেন ও শাহ আলী মন্ডল ৩টু গরু ক্রয় উদ্দেশ্যে ১লাখ ৩৪ হাজার টাকা নিয়ে চান্দাইকোনা হাটের উদ্দেশ্যে রওনা দেয়। দুই সহোদর ভাই চন্ডিদাসগাঁতী থেকে পাবনাগামী বাসে ওঠায় সিরাজগঞ্জ রোডে পাবনা-বগুড়া মহাসড়কে নামিয়ে দেয় হেলপার। বাস থেকে নামার সাথে সাথে দারোগা পরিচয়ে মাঝায় ঝুলানো ওয়াল্লেজ পরিধানকারী মামুন নামে একজন এসে বলে আপনাদের বাড়ি চন্ডিদাসগাঁতী স্কুলের পিছনে। আমি চন্ডিদাডগাঁতী স্কুলে ছাত্র ছিলাম। আমি এখন এই থানায় চাকরি করি চান্দাইকোনা হাটে যাওয়া যাবে না। সামনে মারামারি হচ্ছে। আসুন আমার থানা থেকে একটা কার্ড করে দেই। কার্ড দেখালে কেউ আর আপনাদের যেতে বাঁধা দিবে না। সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল পার হওয়ার সাথে সাথে দারোগা মামুন বলেন আপনাদের কাছে কত টাকা আছে, টাকাগুলো দেন। কার্ডে টাকার কথা লিখতে হবে। তাই থানায় ঢোকার আগে টাকাগুলো গুনে নিয়ে যায়। ছানোয়ার হোসেন মাঝার লুঙ্গির মধ্য থেকে টাকাগুলো বের করে দেওয়ার সাথে সাথে পিছন থেকে একটা সাদা মাইক্রোবাস এসে দারোগা মামুন ও আরেকজনকে দ্রুত উঠিয়ে নিয়ে যায়। মাইক্রোবাসের পিছনে পিছনে ছানোয়ার ছুটতে থাকে, কিন্তু মাইক্রোবাস আর ধরতে পারে না। তৎক্ষনা ছানোয়ার হোসেন ও তার ভাই শাহআলীকে চিৎকার করতে করতে কাঁদতে থাকে। তাদের কান্নায় আশেপাশের লোকজন ছুটে আসে।

তথ্যানুসন্ধানে আরো জানা যায়, আজ থেকে প্রায় ১৭ বছর পুর্বে ২টি মেয়ে জন্ম জন্মগ্রহন করার  পর শাপলা খাতুনের স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পর অতিকষ্টে জীবনযাপন করে আসছে। ২টি মেয়ে বড় হয়ে গেলে তাদের বিবাহ দেওয়ার চিন্তায় ৩বছর পূর্বে ২৫হাজার টাকা দিয়ে ১টি গরু কিনে লালন পালন করতে থাকেন শাপলা খাতুন। গরুটি লালন পালন করে বিক্রি করে মোট ৪০ হাজার টাকা পান। ৪০ হাজার টাকা দিয়ে আরো ২টি গরু কিনে লালন পালন করে ৬৫ হাজার টাকা পান শাপলা খাতুন। ভবিষ্যতে আরো ২টি গরু ক্রয় করে লাভ করার জন্য ১৫হাজার টাকা ঋন নিয়ে মোট ৮০ হাজার টাকায় গরু ক্রয় করার জন্য সহোদর ভাই ছানোয়ার ও শাহ আলীকে চান্দাইকোনা হাটে পাঠান। ছানোয়ার হোসেন নিজেও ১টি গরু ক্রয় জন্য ৫৪হাজার টাকা সহ মোট ১লাখ ৩৪হাজার টাকা নিয়ে হাটে রওনা হন। পথিমধ্য ছিনতাইয়ের ঘটনা ঘটায় ২টি পরিবার নিঃস্ব হয়ে যান।

বিধবা শাপলা খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন, ২টি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আমি গরু বেচা টাকা না খেয়ে আরও টাকা জোগাড় করার জন্য ভাইদের কাছে গরু কিনতে দিয়েছি। কিন্তু টাকাগুলো ছিনতাইকারীরা নিয়ে গেছে। এখন পর্যন্ত পুলিশ, জনপ্রতিনিধি কেউ আমার খোজ নেয়নি। বিষয়টি হাজী সাত্তার জানার পর ঈদের আগের দিন পরিবারের ঈদ বাজার করে দেন। পুনরায় ঘুরে দাড়ানোর জন্য আজ গরু কেনার আজ ৫০হাজার টাকা হাতে তুলে দিয়েছে। আমি আমার জীবন আবার পুনরায় শুরু করব। আপনারা সকলেই দোয়া করবেন।
হাজী আব্দুস সাত্তার বলেন, বিধবার ছিনতাইয়ের ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমি যতটুকু পেরেছি, বিধবার দুই মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনুদান দিয়েছি।

উক্ত বিধবার হাতে টাকা  তুলে দেওয়ার সময়ে  সাবেক পৌর কাউন্সিলর ছফর আলী,  “সুখপাখি” রেড়লাভ স্বেচ্ছাসেবী ও সহকারী সমন্বয়ক হালিমা তুজ সাদিয়া, জাহিদ হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর