সিরাজগঞ্জে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তারদের কর্মবিরতি ও স্মারকলিপি প্রদান
দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২’র আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নের ৫ দফা দাবীতে সারা বাংলাদেশের ন্যায় সিরাজগঞ্জেও কর্মবিরতি পালন করেছে জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তারা।
বৃহস্পতিবার সকালে জেলা প্রসাশক কার্যালয়ের সামনে এই কর্মবিরতি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা আখতারুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল হক, কামারখন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন মোঃ শফিউর রহমান , রায়গঞ্জ ও শাহাজাদপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তাগন অভিযোগ করে বলেন ২০১২ এর আলোকে জনবল কাঠামো এবং নিয়োগবিধি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ পৃষ্ঠত না হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীগণ সূচনালগ্ন হতে সামাজিক ও অর্থনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও ক্ষতিগ্রস্ত হয়ে আসছে বলে তারা।
এছাড়াও সারা দেশে ৪১৬টি বিভিন্ন পদ শূন্য থাকায় মাঠপর্যায়ের কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে বলে জানান। উল্লেখ্য, গত সোমবার (১২’ই সেপ্টেম্বর) থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন তারা।