সিরাজগঞ্জে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
মন্ডল গ্রুপের প্রতিষ্ঠা ও চেয়ারম্যান, সিরাজগঞ্জ-৫ আসনের প্রয়াত এমপি ‘হাজী আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশন’র উদ্যোগে চৌহালীতে ৩’ হাজার দরিদ্র, দুঃস্থ ও পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) দুপুরে চৌহালী সরকারি কলেজ মাঠে মন্ডল গ্রুপের অর্থায়নে চৌহালী উপজেলার খাষকাউলিয়া, খাষপুখুরিয়া ও ঘোড়জান ইউনিয়নের ৩’ হাজার হতদরিদ্র,অসহায় ও দুঃস্থ মানুষদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন, সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, থানান ওসি হারুন অর রশিদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা হজরত আলী মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান তালুকদার চুন্নু, জেলা পরিষদ সদস্য মাসুদ রানা, খাষকাউলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু ছাইদ বিদ্যুৎ, ঘোড়জান ইউনিয়ন সভাপতি আক্তারুজ্জামান মন্টু ও খাষপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু দাউদ সরকার সহ দলীয় নেতৃবৃন্দ।
ইফতার সামগ্রী পেয়ে ওইসব দরিদ্র, দুঃস্থ ও অসহায় মানুষেরা হাসিমুখে বাড়ি ফিরছেন।