সিরাজগঞ্জে যমুনা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল এক যুবকের

সিরাজগঞ্জে যমুনা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে সিরাজ শেখ (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরে যমুনা নদী হতে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে।
শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে শহররক্ষা বাঁধ শেখ রাসেল পার্কের সামনে যমুনা নদীতে এ দূর্ঘটনা ঘটনায় মৃত্যু হয়। মৃত্যু যুবক সিরাজ শেখ পৌরএলাকার হোসেন পুর বাগান বাড়ী মহল্লার মৃত গফুর শেখের ছেলে।
স্থানীয়রা জানান যে, নদীতে রাখা একটি বাল্কহেডের নিচে গিয়ে সিরাজ শেখ ডুব দিয়ে মাছ ধরতে গেলে সে চলে যায় বাল্কহেডের নিচে আর ডুব উঠতে পারেনি। এরই এক পর্যায়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দেখে চিৎকার করে এবং তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসে ফোন দিলে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসের স্টেশন লিডার নুরুল ইসলাম সহ তার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই খোঁজাখুজির প্রায় ২০ মিনিট পর সিরাজ শেখের মরদেহ উদ্ধার করলে। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাঃ মৃত্যু ঘোষণা করে।
পরে ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তারা ও পুলিশ কর্মকর্তা মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করে।