সিরাজগঞ্জে সরকারি খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি খাদ্য গুদামের আভ্যন্তরীন আমন সংগ্রহ -২০২৩-২৪ মৌসুমে ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদাম চত্বরে -উদ্বোধনী দিনে ৩ টন ধান ও প্রায় ৭০ টন চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন- সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী মোঃ মনোয়ার হোসেন ।
এসময় সদর উপজেলা সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত,
সদর খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ খাদ্য গুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা আশফুল আরেফীন , কারিগরি খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্রশীল স্বপন, অন্ত সেমি অটোরাইস মিলের সত্ত্বাধিকারী এম.এ ছালাম,আজাদ সেমি অটো রাইচ মিলের সত্ত্বাধিকারী মোঃ আব্দুল কালাম আজাদ সহ অন্যান্য মিলের সত্ত্বাধিকারীগণ এবং কৃষকেরা উপস্থিত ছিলেন।