সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সিআইজি (মৎস্য) সমবায় সমিতির মাঝে মৎস্যও মৎস্যখাদ্য পরিবহনযোগ্যে পিকআপভ্যান বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ জুলাই, ২০২২

সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের খোর্দ্দবয়ড়া সিআইজি (মৎস্য) সমবায় সমিতি এর মাঝে মৎস্য ও মৎস্যখাদ্য পরিবহনযোগ্য পিকআপ ভ্যান বিতরণ করা হয়েছে।

ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ।। প্রজেক্টের আওতায় – সিরাজগঞ্জ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে বাস্তবায়নে-

রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে উক্ত পিক-আপভ্যানটি বিতরণ করেন, প্রধান অতিথি সিরাজগঞ্জসদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিন তার বক্তব্যে বলেন, মৎস্য চাষীরা নিয়ম কানুন মেনে সঠিক পদ্ধতিতে মাছ চাষ করবে। এবং সরবরাহকৃত উপকরণের সৎ ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করে মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ করবে।

পিক-আপভ্যান বিতরণ অনুষ্ঠানে, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব এস, এম, নাছিম রেজা নুর (দিপু), ভাইস চেয়ারম্যান ( মহিলা) অধ্যাপিকা হাসনা হেনা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এসময় সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সহ সকল কর্মকর্তা, কর্মচারী এবং লিফগণ উপস্থিত থেকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের খোর্দ্দবয়ড়া সিআইজি (মৎস্য) সমবায় সমিতির সভাপতি ও সেক্রেটারির নিকট উক্ত পিকআপ ভ্যানটি হস্তান্তর করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর