সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের প্রকল্পের আওতায় – সিরাজগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে ।মেলা উদ্বোধন কালে বেলুন উড়িয়ে, ফিতাকেটে র্যালী প্রদর্শন, স্টল পরিদর্শন ও আলোচনা সভা করা হয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায়-রবিবার( ১২ মার্চ) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে উক্ত কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন, সদর উপজেলার নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত এস এম রকিবুল হাসান। স্বাগত বক্তব্যে রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি প্রমুখ।এ সময়ে সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, মোছাঃ মিশু আকতার, সহঃ কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার শফিকুর রহমান, এসএপিপিও মোঃ রেজাউল করিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তিনদিনের এ কৃষি প্রযুক্তি মেলা সকাল ৯ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে বলে জানা যায়।