সিরাজগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবিলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ- উদ্দীপনা মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পুনরায় সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা মোঃ আলী আহমেদ টুংকু ও সাধারণ সম্পাদক পদে টি,এম মাঈনুল ইসলাম সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম সম্মেলনে প্রথম অধিবেশনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সংগীত এর তালে তালে ও কপোত মুক্ত করেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ সায়ীদুর রহমান সাঈদ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাইন শেখ আজগর নস্কর। তিনি তার বক্তব্যে বলেন, ডিজিটাল সোনার বাংলার রুপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। তার উন্নয়ন অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। দেশের উন্নয়নের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। সকল প্রকার ষড়যন্ত্রকে আওয়ামী মৎস্যজীবি লীগ রুখে দিতে প্রস্তুত রয়েছে। এজন্য আওয়ামী মৎস্যজীবি লীগের নেতাকর্মীদের সজাগ থেকে চোখ,কান খোলা রাখতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কার বিজয় ঘটিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবো ইনশাআল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে,এম, হোসেন আলী হাসান। তিনি তার বক্তব্যে বলেন, আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি-জামাত, স্বাধীনতা বিরোধীরা যদি নৈরাজ্য, জ্বালাও পোড়াও করার চেষ্টা করে তাহলে তাদের চরম শাস্তি পেতে হবে সকল প্রকার ষড়যন্ত্রকে মোকাবেলা করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ -২ (সদর -কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, কার্যকরী সভাপতি মোঃ সাইফুল আলম মানিক প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী আহমেদ টুংকু ও সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক টি, এম মাঈনুল ইসলাম।