সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্য বাহী বিদ্যাপীঠ সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকাল ১১ টা হতে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পাড়ে গড়ে উঠা একমাত্র শিশু-কিশোরদের জন্য বিনোদন কেন্দ্র শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশু পার্কে উক্ত বিদ্যালয়ের বার্ষিক বনভোজনে দুপুরে মধ্যাহৃভোজ ও র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার।
বার্ষিক বনভোজনে স্বাগত ও শুভেচ্ছা জানান এবক্তব্য রাখেন, সিরাজগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম ও সহকারি প্রধান শিক্ষক মোঃরফিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে সন্মানিত অতিথি ছিলেন, ব্যবসায়ী আবু মুসা, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল আজিজ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, বেল্লাল হোসেন, মানিক সাহা
প্রমুখ।
অনুষ্ঠান দায়িত্ব ছিলেন, সহকারি ইংরেজি শিক্ষক মোঃ মাহবুব আলম। এ সময়ে অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাতেম আলী, মোঃ আবু বক্কর, মোঃ আব্দুল মান্নান, লিখন সরকার সহ ও অন্যান্য শিক্ষক, অভিভাবক, সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । আনন্দঘন পরিবেশের মাধ্যমে বার্ষিক বনভোজন সম্পন্ন হয়।