সিরাজগঞ্জ সদরে বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ১৫ সদস্য কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন ও সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকসাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ১৫ সদস্য কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন ও সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ মে) সকাল ৯ টার দিকে খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামের ইউপি সদস্য মোছাঃ ছাঈদা খাতুনের বাড়িতে ৮টি ক্যাটাগরির মোট ১৫ জন সদস্য নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধের জন্য কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন ও মিটিং করা হয়।
উক্ত কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন ও মিটিং অনুষ্ঠান পরিচালনা করেন, অফিসার (সেলপ) মোঃ মাসুদ রানা মিটিং এর উদ্দেশ্য ছিল নিজ গ্রাম ও দেশের সাম্প্রতিক তথ্য জানার মাধ্যমে বাল্যবিয়ের ভয়াবহতাসমূহ চিন্তিত করতে পারে।
বাল্যবিয়ের সাথে যুক্ত অপরাধীদেরকে চিহৃিত করতে পারবে। অপরাধীদের প্রতিরোধে সকলে মিলে উদ্যোগ নিতে পারে।
এসময়ে অনুষ্ঠানে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ ছাঈদা খাতুন, স্থানীয় শিক্ষক মোঃ ইমাম ইসমাইল, সমাজসেবক, আনসার ভিডিপি’র সদস্য, যুবক প্রতিনিধি, স্বপ্নসারথি কিশোরীগণ, পল্লীসমাজের নারী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিশেষে বাল্যবিয়ে প্রতিরোধে শপথ পাঠ করা হয় ।