বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

সিরাজগঞ্জ-১ ফের নৌকা পেলেন প্রকৌশলী তানভীর শাকিল জয়

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৮৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার একাংশ) নির্বাচনী আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়। তিনি এই আসনে ২০০৮ সালে এবং ২০২০ সালের উপনির্বাচনে নৌকা প্রতীকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত হয়েছিলেন। তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর নাতি ও প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের পুত্র। তাঁর মনোনয়নে উপজেলা আওয়ামী লীগ ও তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছাসের আমেজ বইছে, উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা সাংবাদিকদের মাধ্যমে ঘোষণা করেন বাংলাদেশ আঃলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে আঃলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন। কাজিপুর- সিরাজগঞ্জবাসীকে আগামী ৭ জানুয়ারী জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সুযোগ দেওয়ার আহবান জানান তানভীর শাকিল জয়, সেই সাথে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি। তানভীর শাকিল জয় নৌকার মনোনয়ন প্রাপ্ত হওয়ায় কাজিপুরসহ তার নির্বাচনী এলাকায় মানুষদের মধ্যে খুশির ইমেজ বিরাজ করছে। জন -সম্পৃক্ততা জন কল্যাণ ও জনবান্ধব নেতা হিসেবে মানুষের জন্য নিবেদিত থাকায় তিনি মনোনয়ন পেয়েছেন বলে বিশিষ্টজনেরা মনে করেন। এ বিষয়ে উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রেফাজ উদ্দিন জানান, বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ আঃলীগ, সেই দলের পক্ষে সার্বক্ষনিক কাজ করেছেন সময় দিয়েছেন সিরাজগন্জ -১ কাজিপুরের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। কাজিপুরে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো এম পি হওয়ার জন্য উপজেলা আঃলীগের তৃণমূল নেতৃবৃন্দ দলীয় সমর্থন দিই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব বলেন, কাজিপুরের আঃলীগের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার মূল্যায়ণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে অশেষ ধন্যবাদ জানাই। আগামী নির্বাচনে আঃলীগের মনোনীত নৌকার প্রাথীকে সর্বোচ্চ ভোটের মাধ্যমে বিজয় উপহার দিবো। কাজিপুর উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার বলেন, আমরা গত তিন মাস ধরে তৃণমূল পর্যায়ে নেতাদের সাথে কাজ করে আসছি এবং সর্বসন্মতি ক্রমে তানভীর শাকিল জয়কে নৌকার প্রাথী হিসেবে সমর্থন জানানো হয়, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আঃলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ জানাই তৃণমূলের সমর্থন করার জন্য। আগামীতে আঃলীগের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে করনীয় নির্ধারনে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর