সুনামগঞ্জে বন্যার্তদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন সুফিয়া আহাদ ফাউন্ডেশন চেয়ারম্যান ইমরান হোসেন সানি
গাজীপুরের মহানগরীর গাছা থানা তাঁতী লীগের সভাপতি ও সুফিয়া আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরান হোসেন সানির উদ্যোগে সিলেট সুনামগঞ্জের ছাতক থানার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী বৈশাকান্দি বাহাদুরপুর প্রতন্ত গ্রামে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল ভাইয়ের নির্দেশে বন্যার্ত প্রায় ১২শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শুক্রবার দিনভর এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় গাছা থানা তাঁতী লীগের সভাপতি ও সুফিয়া আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরান হোসেন সানির বলেন, সুনামগঞ্জের হাওর এলাকা সহ বেশ কয়েকটি এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। অনেকের ঘরে পানি ঢুকে পড়ায় অসহায় হয়ে পরেছে। কিছু পরিবার আবার সদস্যরা স্থানীয় আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছেন । আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়ে হয়তো প্রানে রক্ষা পেয়েছে কিন্তু তাদের মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে।
সেই সংকট কিছু লাগবের জন্য এই কার্যক্রম। তিনি আরো বলেন, ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।