সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সংবর্ধনায় পুরস্কার বিতরন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সদর ৪নং শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতীতে স্হাপিত সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জিপিএ ফাইভপ্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়ার পুরস্কার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকালে অত্র বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-(২) সদর – কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃহাবিবে মিল্লাত ।
স্বাগত বক্তব্য রাখেন, উক্ত বিদ্যাপীঠের সুনামধন্য প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন , জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবীব খোকা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আমিনুর ইসলাম, জেলা ৪নং শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান শেখ মোঃ সেলিম রেজা , উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম আযম তালুকদার বাবলু , সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন তালুকদার , রিভার ভিউ আইডিয়াল কলেজের অধ্যক্ষ বাবু দীপক কুমার ভদ্র, আয়শা রশিদ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ গোলাম মাওলা তালুকদার , আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর মোঃ সুরুতজ্জামান মোজাম্মেল হক মজনু, রহমাতুল্লাহ খান, প্রমুখ ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ এম আছাদুজ্জামান ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম শফি ।
অনুষ্ঠানে এস এস সিতে জিপিএ ফাইভ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সনদ ও ক্রেষ্ট প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত বলেন বর্তমান আওয়ামী সরকার শিক্ষা বান্ধব সরকার । শিক্ষার মান উন্নয়নে সম অধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সকল ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন । আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এজন্য নৌকা কে আবারো বিজয়ী করে ষ্মার্ট বাংলাদেশ গড়তে অভিভাবকসহ সমাবেশে সকলের প্রতি আহ্বান জানান ।
শিক্ষার্থীদের সন্ত্রাস, মাদক, মোবাইল আসক্ত থেকে দূরে থাকার পাশাপাশি বাল্যবিবাহরোধে সচেনতার তাগিদ দেন । আলোচনা সভা শেষে কৃতিশিক্ষার্থীদের ও বার্ষিক ক্রীড়ার প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
অনুষ্ঠানে সার্বিক আয়োজনে ছিলেন অত্র বিদ্যালয়ের সুদক্ষ (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদারসহ সকল সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিগন।
এসময়ে অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, অভিভাবক, সুধীজন, গুণীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।