সোনামসজিদ বন্দরে ২৯৮ ভরি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকা থেকে ২৯৮ দশমিক ৩ ভরি স্বর্ণসহ রেন্টু শেখ (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি ভারতীয় ট্রাকও। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৩ কেজি ৪৭৬ দশমিক ২৪৫২ গ্রাম। রোববার দুপুরে সোনামসজিদ বন্দরের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক ভারতীয় ট্রাক চালক রেন্টু শেখ পশ্চিমবঙ্গের মালদার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির সীমান্ত পিলার ১৮৫/১৮ এস হতে ৫ গজ বাংলাদেশের ভেতরে জিরো পয়েন্টের পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের সামনে অভিযান চালায় বিজিবির একটি টহল দল।
ভারতীয় পণ্যবাহী ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে পণ্য নামিয়ে ভারতে ফেরত যাবার সময় ওই ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্বার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ভারতীয় ট্রাক। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ২১৩ টাকা।