স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজুর বাবার দাফন সমপন্ন
শেষ শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে চিরশায়িত হলেন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান সাজুর বাবা হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সরকার কালু (৭৫)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (২০ মে ) সকাল ৮ টায় রানীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে রবিবার সন্ধ্যায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়েসহ অসংখগুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশসহ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন,উল্লাপাড়া-সলঙ্গার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী শফিকুল ইসলাম শফি,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে,এম,মনেয়ারুল ইসলাম বিপুল,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক শাহ আলী জয় সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এদিকে বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান সাজু।