প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের প্রথম বৈঠকে তিনি বলেন, ‘ডিজিটাল ডিভাইস আমাদের সামনে নতুন দ্বার উন্মোচন করছে এবং সে জন্য আমাদের উপযুক্ত দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।’ শেখ হাসিনা বলেন, যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, তার জন্য দেশের নাগরিকদের প্রস্তুত থাকতে হবে; যেখানে সব মানুষ ডিজিটাল ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে জানবে।
স্মার্ট দেশের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে হবে
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/Screenshot_24-700x390.jpg)
নতুন প্রজন্মকে স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য নতুন প্রজন্মকে শিক্ষা ও প্রযুক্তি দিয়ে গড়ে তুলতে হবে। তিনি দক্ষ জনশক্তি গড়ে তোলা স্মার্ট বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বলেন, ডিজিটাল ডিভাইস ও তথ্য-প্রযুক্তির ব্যবহার আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য।’ দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ১৯৯৬ সালে যখন ক্ষমতা গ্রহণ করি, তখন সারা বিশ্বে ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করা হচ্ছিল, কিন্তু আমরা তাদের পেছনে ছিলাম।