সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে বন্যা পারভীন (১৭) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
বন্যা পারভীন সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের মোবারক শেখের মেয়ে ও উল্লাপাড়া এইচটি ইমাম কলেজের ছাত্রী।
বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে তার নিজ ঘরে ডাবের সাথে দড়ি বেচিয়ে আত্মহত্যা করেন।
নিহত বন্যা’র মা রিনা খাতুন বলেন, আমি বাড়ির কাজে বাহিরে ছিলাম, সেই সময় বাড়িতে কেউ ছিলো না,আমি বাড়িতে এসে ডাবের সাথে ঝুলন্ত অবস্তায় দেখতে পাই,সঙ্গে সঙ্গে দাও দিয়ে দড়ি কেটে দেই।
পরে দবিরগঞ্জ বাজারের গ্রাম ডাক্তার মোঃ মকবুল হোসেন এর নিকট নিয়ে যাওয়ার সাথে সাথে গ্রাম্য ডাক্তার দেখে মৃত্যু ঘোষনা করেন ।
এবিষয়ে সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা সবুজ রানা মুঠোফোনে বলেন, অপমৃত্যুর সংবাদ পাওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।