বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সিরাজগঞ্জ -১ আসনে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু

রিপোর্টারের নাম : / ১৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৪ উপলক্ষ্যে সিরাজগঞ্জ -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

গত ১৮ ডিসেম্বর বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে দোয়া ও আলোচনা সভায় তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম আব্দুল কাদের, বিনয়পুর কওমী মাদ্রাসার মুহতামিম লোকমান হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাকিম প্রমূখ।

বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তুলে ধরে বক্তব্য রাখেন এবং দাদা শহীদ এম মনসুর আলী এবং পিতা মোহাম্মদ নাসিমসহ সকল শহীদদের জন্য দোয়া প্রার্থনা করেন। এর আগে দুপুরে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্ম স্থান কুড়িপাড়ায় পারিবারিক কবরস্থান জিয়ারত করেন।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় নেতাকর্মীরা। উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর