মির্জাপুরে এ্যাসিল্যান্ডকে বিদায়ী সংবর্ধনা
মির্জাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের শেষ কর্মদিবসের বদলিজনিত বিদায়ের পূর্ব মূহুর্তে “বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখা”র পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
আজ বুধবার বিকাল ৪ টায় উপজেলা ভূমি অফিসে এ বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনকে “বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখা”র পক্ষ থেকে একটি ইসলামিক বই উপহার দেয়া হয়।
জনা যায়, তিনি মির্জাপুর উপজেলা থেকে বিদায় নিয়ে ঢাকা ডিসি অফিসে যোগদান করবেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুদ পারভেজ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।