শিরোনামঃ
দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দিয়ে শোকজ পেলেন মমিনুর ছকিনা দম্পতি! থাই ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর দেশের ওষুধ যাচ্ছে ১৫৭ দেশে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মূল সড়কে বন্ধ হচ্ছে মোটরসাইকেল: বিআরটিএ চেয়ারম্যান গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিল ভারত দিনাজপুরে বাঁশের ফুল থেকে চাল ভাত-পোলাও আগামীকাল দেশের পথে রওনা হচ্ছে এমভি আবদুল্লাহ স্বাস্থ্য বিভাগে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব সরকারি সুবিধাভোগী নির্বাচনের প্রচারে নামলে প্রার্থীতা বাতিল: ইসি রাশেদা ৯ মে থেকে হজের ফ্লাইট শুরু সবাইকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে শেখ জামালের আজ ৭১তম জন্মদিন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ৪৮তম বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় মহাসড়কে ভ্যান চালকের মৃত্যু সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সিরাজগঞ্জে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন, এমপি ড. জান্নাত আরা হেনরী বেড়ায় তীব্র গরমে পানি ও খাবার স্যালাইনের শরবত বিতরণ সিরাজগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বর্তমানে গড় আয় ২৮০০ ডলার, বিএনপির আমলে ছিল ৫০০: স্বাস্থ্যমন্ত্রী

কলমের বার্তা / ১৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১২ জুন, ২০২২

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বাংলাদেশে এখন কোভিডের মৃত্যু ও শনাক্তে শূণ্যের কোঠায়। শুধু তাই নয়, সমগ্র এশিয়ায় বাংলাদেশ প্রথম এবং সারা বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। এটা একদিনে সম্ভব হয়নি।  তিনি বলেন, আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই আজ এই অর্জন। কোভিড নিয়ন্ত্রণে আছে বলেই আমাদের অর্থনীতি এখনো সচল আছে। শিল্পকারখানা ঠিক মতো চলছে। সবকিছু ঠিকঠাক চলছে।

শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন করে। আমরা উন্নয়নে বিশ্বাসী, শান্তিতে বিশ্বাসী। সকলেই জানেন, আগামী ২৫ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ এবং আমাদের মানুষের গড় আয়ু এখন ৭৩ বছর। যেটা ৫০ বছর এর নিচে ছিল। বর্তমানে আমাদের গড় আয় ২৮শ’ ডলার। বিএনপির আমলে যেটা ছিল ৫শ’ ডলার।

সরকারের উন্নয়ন তুলে ধরে মন্ত্রী আরও বলেন, আজকে ঘরে ঘরে বিদ্যুৎ জ্বলছে, কোনো ঘরে অন্ধকার নাই। প্রতিটি বাড়ির সামনে পাকা রাস্তা এবং প্রতিটি স্কুল পাকা ও স্কুলে বিদ্যুতের বাতি জ্বলছে। প্রতিটি ছেলে-মেয়ে স্কুলে যেতে পারে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

এ সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন। আজ থেকেই আপনারা প্রত্যেকে একেক জন জাহিদ মালেক হয়ে সকলের ঘরে ঘরে গিয়ে নৌকার হয়ে ভোট চাইবেন।

গড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল কুমার সাহার সভাপতিত্বে  সম্মেলনে জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে মন্ত্রী আগামী তিন বছরের জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে সুশীল কুমার সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে মো. সোনামুদ্দিনের নাম ঘোষণা করেন।

95


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর