রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

লালমনিরহাট পৌরসভার বাজেট ঘোষণা!

 লালমনিরহাট প্রতিনিধি: / ২২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৯ জুন, ২০২২

লালমনিরহাট পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে ৫৩ কোটি ৭৮ লক্ষ ৯৮ হাজার ৫৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়। বুধবার (২৯ জুন) দুপুরে পৌরসভা কমপ্লেক্সে মেয়র রেজাউল করিম স্বপন এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে পৌর রাজস্ব আয় ১১ কোটি ৬০ লাখ ৬৯ হাজার, পানি সরবরাহ খাতে ৫৪ লাখ ৫০ হাজার এবং সরকারি ও বেসরকারি উন্নয়ন হিসাব খাতে প্রকল্পসহ ৪১ কোটি ৬৩ লক্ষ ৭৯ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট রাজস্ব খাতে ১০ কোটি ৯২ লাখ, পানি সরবরাহ খাতে ৫৩ লাখ ২৫ হাজার ও উন্নয়ন খাতে ৪১ কোটি ৬৩ লাখ ৭৯ হাজার টাকা ধরা হয়েছে।

এছাড়া বাজেটে পৌর এলাকার রাস্তা, মাস্টার ড্রেন নির্মাণ, সড়ক বাতির সম্প্রসারণ, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চিত্ত-বিনোদনের ব্যবস্থা, পাবলিক টয়লেট, দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রশিক্ষণ ও স্বল্পসুদে কর্মসংস্থানে ঋণদান কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাছাড়া, মহামারি মোকাবেলা, মশক নিধন, স্যানিটারি, বৃক্ষরোপণ, ওষধপত্র, ইপিআই, জাতীয় দিবস উদযাপন, খেলাধুলা ও সাংস্কৃতিক খাতসহ বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। উন্নয়ন বাজেটে অবকাঠামো উন্নয়ন রাস্তা, ড্রেন, কালভার্ট, টয়লেট নির্মাণ, শহর সৌন্দর্যবর্ধন, সোলার প্যানেল স্থাপন, বস্তির অবকাঠামো উন্নয়ন, সড়ক বাতি খাতে ২২ কোটি টাকা ও পৌর শপিং কমপ্লেক্স বর্ধিতকরণের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে সর্বমোট ৫৩ কোটি ১০ লাখ ৫ হাজার ২০৪ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বছর শেষে উদ্বৃত্ত ধরা হয়েছে ৬৮ লাখ ৯৩ হাজার ৩৫৭ টাকা। বাজেট উপস্থাপন শেষে পৌর এলাকার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত লালমনিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা কর্মচারি, জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও জেলার সর্বস্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আশরাফুল হক /কলমের বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর