চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মশালা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায়,”গ্রামীণ উন্নয়নে পর্যটন”শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল) রহনপুর পৌর সভা পারভীন আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভির আহমেদ সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কাওসার আহমেদসহ সাংবাদিক বৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। কর্মশালায় বক্তারা গ্রামীণ উন্নয়ন পর্যটনে বিভিন্ন দিক তুলে ধরেন।
কবির হাসান / কলমের বার্তা