শিয়ালকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে -বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়ন পরিষদের আয়োজনে-হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, ক্ষণজন্মা এক তারুণ্যদীপ্ত মহান পুরুষ,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) সকালে শিয়ালকোল ইউনিয়ন পরিষদে – বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন, আলোচনা দোয়া ও মোনাজাত করা হয়।
এ অনুষ্ঠানের প্রধান আয়োজক ও শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখ সেলিম রেজা’র সভাপতিত্বে
অনুষ্ঠানে- সদর উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুল মান্নান, শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সচিব ওমর ফারুক, উদ্যোক্তা এনামুল হক, ইউপি সদস্য এস,এম রহুল আমিন সজল, আব্দুল মুন্নাফ খন্দকার, আব্দুস ছালাম শেখ, আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম, মাসুদুর রহমান, ছানোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারি, গ্রামপুলিশেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জৈষ্ঠপুত্র, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠক বহুমাত্রিক প্রতিভার অধিকারী, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল
১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।