ভালুকায় ভিটা-মাটি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল
ময়মনসিংহের ভালুকায় বাপ দাদার ভিটা-মাটি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার নারী পুরুষ ঝাড়ু হাতে নিয়ে ওই বিক্ষোভ মিছিলটিতে অংশ নেয়।
জানাযায়, হবিরবাড়ি ইউনিয়নের ১হাজার ৭১ একর জমি নিয়ে একটি ইকো পার্ক নির্মানের প্রস্তাব দিয়েছে স্থানীয় বন বিভাগ। প্রস্তাবিত ইকোপার্কের ভিতরে কয়েক হাজার মানুষের বসতবাড়ি রয়েছে। তাই ওই প্রস্তাবিত ইকো পার্কের কার্যক্রম বন্ধের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন।