বেড়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকীতে বেড়া উপজেলা প্রশাসন এক কর্মসূচি পালন করে ।
আজ সকাল ১০ টায় বেড়া উপজেলা পরিষদ ভবনের সামনে স্থাপিত শেখ কামালের প্রতিচ্ছবিতে বেড়া বীর মুক্তিযোদ্ধা কমান্ড , বেড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বেড়া মডেল থানা , বেড়া সরকারি ডিগ্রি কলেজ , বেড়া মঞ্জুর কাদের মহিলা কলেজ , বেড়া সরকারি বি বি পাইলট উচ্চ বিদ্যালয় পুষ্প অর্পন করেন ।
শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে উপজেলা পরিষদের
সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সবুর আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক (বাবু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহ – উল হক , মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি , বেড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক , বেড়া মডেল থানার ওসি( তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন সহ বেড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।