সিরাজগঞ্জের সলঙ্গায় ২ জনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ ও ভূইয়াগাতী এলাকা থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাতি ও নলকা ইউনিয়নের এরান্দহ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতেরা হলো, সলঙ্গা থানার ইচলাদিঘর গ্রামের প্রকাশ হালদারের ছেলে প্রসন্ন হালদার (৪৫) ও নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের শফিজ উদ্দিনের ছেলে নুরনবী (৩২)।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, শুক্রবার সকালে সলঙ্গা থানার ভুইয়াগাতি একটি ইটভাটায় প্রসন্ন হালদারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। তার মৃত্যুর কারন জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।
অপরদিকে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, সকালে নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে নিজঘরে নুরনবীর মৃতদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে। এদুটি ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।