শাহজাদপুর থানার নবাগত ওসিকে সংবর্ধনা
শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মৃধাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখা।
শুক্রবার (১২ আগষ্ট) রাতে শাহজাদপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মৃধার কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক, সংগ্রামী সাধারন সম্পাদক মানিক সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দত্তসহ পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পৌর পূজা উদযাপন পরিষদের সংগ্রামী সাধারন সম্পাদক মানিক সরকার আগামী ১৯ আগষ্ট মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি’র শুভ জন্মাষ্টমী উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদায় ব্যাপক উৎসবমূখর পরিবেশে পালনে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন থানার নবাগত অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম মৃধা।
এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, এসআই কাঞ্চন পোদ্দার, এসআই ফারুক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সহ-সভাপতি তুষার কান্তি সাহা, অসীম কুমার ভট্টাচার্য, যুগ্ম-সাধারন সম্পাদক কৃষ্ণ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক দীপক মুখার্জী, সহ-কোষাধক্ষ্য মানিক কুমার দেব, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সুব্রত মুখার্জী লিখন, প্রচার সম্পাদক ভরত সাহা, দফতর সম্পাদক অসীম কুমার রায়, ফটিক সূত্রধর, চন্দন রায়, পূজা সম্পাদক দিলীপ গোস্বামী (জুয়ান), কার্যকরী সদস্য জয় বাবু প্রমূখ উপস্থিত ছিলেন।