সিরাজগঞ্জে আইডিইবি’র আয়োজনে -সদস্য প্রকৌশলীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত
“কৃষি জমি রক্ষা কর, পরিকল্পিত গ্রাম গড়” এ শ্লোগান নিয়ে -সিরাজগঞ্জে আইডিইবি’র সদস্য প্রকৌশলীদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত।
এ অনুষ্ঠানে, পবিত্র কোরআনতেলায়াত, গীতাপাঠ, জাতীয় সংগীত, বঙ্গবন্ধুসহ সপরিবারে নিহত শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত, শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন, আলোচনাসভা ও ক্রেস্ট প্রদান করা হয়।
ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে-শনিবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ শহরের নিউমার্কেট পৌরকনভেনশন হলে উক্ত মিলনমেলা অনুষ্ঠানে আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমদ তামান্না’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শীতার সহিত দেশপরিচালনা করছে, একের পর এক প্রতিটি সেক্টরে উন্নয়ন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। উন্নয়নের জন্য দেশে-বিদেশে সুনাম প্রশংসিত হচ্ছে। দেশ জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক তখনই বিএনপি, স্বাধীনতা বিরোধীরা বলছে দেশ দেউলিয়া হবে। গুজব ছড়াচ্ছে।
আন্তর্জাতিক বাজারপ জ্বালানী তৈল দাম বৃদ্ধি হওয়ায় বৃদ্ধি হয়েছে। বহির্বিশ্বে বাজারে কমলে দেশেও কমবে। বিদ্যুৎ সমস্যা সাময়িক কিছু দিন পর সব ঠিক হয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা এ,কে এম আব্দুল মোতালেব, সহ-সভাপতি (রাজশাহী অঞ্চল) কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইডিইবি মোঃ কবির উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি আইডিইবি মোঃ শাহজাহান কবীর, জেলা নির্বাহী কমিটি আইডিইবি, ঢাকা,দেওয়ান মোঃ ইলিয়াস, প্রমুখ।
আইডিইবি’র লক্ষ্য- উদ্দেশ্যে ও দাবী নিয়ে উপস্থাপন করা সহ স্বাগত বক্তব্য রাখেন, আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুলজব্বার। এসময় অনুষ্ঠানে – জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, পৌরআওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আহসান হাবিব খোকা সহ গণপূর্ত, সড়ক ওজনপদ, এলজিইআরডি, পানি উন্নয়ন বোর্ড, সিরাজগঞ্জ পৌরসভার, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, পাওয়াগ্রীড কোম্পানি, শিক্ষা প্রৌকশল অধিদপ্তর, জাতীয় জুট মিলস,টিএসসি সহ বিভিন্ন দফতরের জেলা আইডিইবি ২ শতাধিক প্রকৌশলী সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইডিবি,সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত কে ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন,জেনিক সিরাজগঞ্জের কাউন্সিলর ইঞ্জিনিয়ার এস,এম সাইফুল ইসলাম।