বেতাগীতে মুক্তিযোদ্ধা ‘বীর নিবাসের উদ্বোধন
বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডে প্রয়াত মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন নসু‘র স্ত্রী আলেয়া বেগমের নামে বরাদ্দকৃত বীর নিবাস নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু , উপজেলা প্রকৌশলী মো: রইসুল ইসলাম ও উপজেলা প্রকল্পবায়ন কর্মকর্তা মো. অলি উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলার যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মোতালেব সিকদার, মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ফারুক, আনসার ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত পিসি মো: আব্দুল হাকিম খান, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, পৌর কাউন্সিলর মো: কামাল হোসেন পল্টু, ঠিকাদার এইচএম ইলিয়াস হোসেন, আব্দুস সাকুর জলিল, মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন নসু‘র বড় ছেলে মিজানুর রহমান আজাদ ও মো: মামুন হাওলাদার সহ অন্যন্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে এ বীর নিবাস পেয়ে খুশি প্রয়াত মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন নসু‘র স্ত্রী আলেয়া বেগম।
তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার পরিবার সবাই অত্যান্ত খুশি। পরম করুনাময়ের কাছে কায়োমনোবাক্যে দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও দীর্ঘ সময় বাঁচিয়ে রাখুক।এতে আমরা সবাই আনন্দিত ও সরকারের প্রতি কৃতজ্ঞ ।