বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ কোনাবাড়ীতে টিনশেড বাসায় অগ্নিকাণ্ড,৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২ শিক্ষককে মারধোর,সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে দিনব্যাপী দুদকের অভিযান গাজীপুরে স্কুল শিক্ষককে মারধোরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বেতাগীতে ইউপি সদস্য শামীমের মৃত্যুতে অসহায় পরিবার

মোঃ খাইরুল ইসলাম মুন্না (বরগুনা) / ৩৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

বরগুনার বেতাগীতে ঘরে তালা লাগিয়ে আগুনে পুড়িয়ে হত্যার শিকার ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীমের পরিবারটি আজ অসহায় হয়ে পড়েছে। সংসারের ব্যয় মেটাতে হিমশিম আর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কা ও দুশ্চিন্তায় কাটছে তাঁদের দিন।

জানা গেছে, গত ৯ আগষ্ট বসতঘরে পেট্রোল দিয়ে দুবর্ৃৃত্তদের ধরিয়ে দেওয়া আগুনে দগ্ধ হন উপজেলা সরিষামুড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীম (৩৩)। ঘটনার পর পরই আশঙ্কাজনক অবস্থায় দগ্ধ শামিম খানকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করে এক দুর্ঘটনায় শামীমের মৃত্যুতে যেন চরম অসহায়াত্বের মধ্যে পড়েছে পরিবারটি।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে আজ কুল কিনারাহীন ও দিশেহারা। ২০১৯ সালেও একইভাবে শামীম খানের মায়ার হাঁট বাজার সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় দুবর্ৃৃত্তরা।
ইউপি সদস্য ফারুক আহমেদ শামীমের পারিবারিক সূত্র জানায়, ইউপি সদস্য খান ফারুক আহমেদ শামীমের বাবা প্রয়াত আব্দুল ওহাব খান। তিনি সরকারে চাকুরে ছিলেন।

৫ ভাই বোনের মধ্যে শামীম তৃতীয়। তাঁর পরিবারে মা আনোয়ারা বেগম (৬০) ৪ বোনের মধ্যে বোন আখি বেগম ও নাছিমা বেগম, স্ত্রী ও দুই সন্তান একই সাথে থাকেন। স্ত্রী সুচি আক্তার (২৫), শিশু পুত্র মাইনুল খান (৫) ও সামিউল খান (২) আগুনে দগ্ধ হয়।
এত দিন ধারদেনা করে চিকিৎসা খরচ জুগিয়েছে। বর্তমানে পরিবারটি অসহায়। শ্বশুড়ের পেনশনের ৬ হাজার টাকায় সংসার চলছে। চিকিৎসা ব্যয় মেটাবেন না সন্তানের লালন-পালন করবেন এতেই হিমশিম খাচ্ছেন আর সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তাঁরা এখন দৃশ্চিন্তায় সময় পার করছেন।
গত ২৫ আগষ্ট বরগুনা-২ আসনের এমপি আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন নিহত শামীমের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জ্ঞাপন ও সহযোগিতার আশ্বাস দিয়ে ছিলেন। কিন্ত এখনো সে সহযেগিতা তাঁর হাতে পৌঁছেনি।

দগ্ধ স্ত্রী সুচি আক্তার এ প্রতিনিধিকে বলেন, আমার পতি সংসারের খরচ জোগাতে ব্যবসা শুরু করে ছিলেন। দোকানের আয়েই সংসার চলতো ও জনসেবা করতেন। এনজিও এবং সমাজসেবা থেকে ঋন নিয়ে ব্যবসার জোগান দিতেন। জানি না এখন ঋনের কিস্তী পরিশোধ ও সংসার খরচ কিভাবে চলবে ?

এ সময় এইচ.এস.সি পড়–য়া অসহায় সুচি আক্তার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে দাবি করেন, অবুঝ সন্তানদের নিয়ে ভবিষৎতে কোনমতে চলতে একটি সরকারি চাকরির ব্যবস্থার।
ইউপি সদস্য শামীমের মা আনোয়ারা বেগম অভিযোগ করেন, তাদের পরিবারকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যই দুর্বৃত্তরা গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বসত ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। কিন্ত এখনো এ হত্যাকান্ডের কোন কুল কিনারা পাওয়া যায়নি।

বেতাগী উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) মো: সুহৃদ সালেহীন বলেন, আর্থিকভাবে যাতে তাঁদের কোন কষ্ট না হয় সে জন্য প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর