জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন বেড়ার আফরোজা ও জাহাঙ্গীর

প্রাথমিক শিক্ষা পদক – ২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন পাবনার বেড়া উপজেলা থেকে । গত বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক প্রকাশিত নির্বাচিতদের নামের তালিকা থেকে এ তথ্য জানা যায় ।
বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কফিল উদ্দিন সরকার বলেন , এ বছর জেলা পর্যায়ে প্রধান শিক্ষিকাদের মধ্যে নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আফরোজা আজাদ বিউটি ও জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার কাব স্কাউট শিক্ষক জাহাঙ্গীর আলম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ , এ বছর নাকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়।