মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল কাজিপুরে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের অর্থদন্ড  উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বাউফলে সেই অজ্ঞাত নারীর লাশ শনাক্ত, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

মাসুদ রানা (বাউফল) পটুয়াখালীঃ / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের এক বিদ্যালয়ে অজ্ঞাত পরিচয়ে পাওয়া সেই নারীর লাশ শনাক্ত করা হয়েছে। স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন স্বজনরা। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।নিহত সিমা বেগম (৪০) বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের বাহির দাসপাড়া গ্রামের রাসেল মাতুব্বরের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

নিহত সিমা বেগমের মা রিনা বেগম জানান,নিজ জেলা নোয়াখালী হলেও দীর্ঘদিন ধরে ঢাকার দক্ষিণ মুসুন্দী ২১৮ লালমোহন সাইষ্ঠি বসবাস করতেন। তিনি জানান, প্রায় দুই বছরের পূর্বে সিমার সাথে রাসেলের সামাজিক ভাবে ধুমধাম করে বিয়ে দেয়া হয়। সিমার মায়ের অভিযোগ তখন থেকেই তার মেয়েকে বিভিন্নভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন রাসেল এর আগেও আরো দুইটি বিয়ে করেছেন। যার কারণে তাদের গ্রামের বাড়ি বাউফলে আসতে দেইনি মেয়েকে। পরে কিছুদিন নযেতে না যেতেই রাসেল আরেকটা বিয়ে করে। এদিকে মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলি গত রোববার ফোন করে নিয়ে আসে বাউফলে।

হঠাৎ সোমবার দিন রাত ১২টায় বাউফল থানা থেকে পুলিশ জানালো আমাদের মেয়ের কথা। ঢাকা থেকে থানায় এসে দেখি আমাদের মেয়ের লাশ। মেয়ে হত্যার বিচার দাবী করছেন পরিবারের স্বজনরা । ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ঘাতক সিমার স্বামী রাসেল। এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আল-মামুন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা থানায় আছেন। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, সোমবার (৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারাইনপাশা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলার সিঁড়ির ঘর থেকে বাউফল থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর