মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল কাজিপুরে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের অর্থদন্ড  উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াবে: জাপানি রাষ্ট্রদূত

রিপোর্টারের নাম : / ১২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

বাংলাদেশ গত এক দশক ধরে দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে অন্যতম। উচ্চ প্রবৃদ্ধির ধারাবাহিকতায় আগামী বছর দেশের মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়াবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশে সনি কোম্পানির নতুন টেলিভিশন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জন্য দারুণ সংবাদ হলো- আগামী বছর বাংলাদেশে জাপানের সনি কোম্পানির কারখানা চালু হতে যাচ্ছে। ঢাকা বিশ্বের অন্যতম একটি মেগা সিটি। এখানে মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে থাকায় নতুন একটি ভোক্তা শ্রেণি তৈরি হয়েছে। তাদের মধ্যে জাপানি সনি নতুন পণ্য নিয়ে হাজির হয়েছে। এটাকে দুই দেশের ৫০ বছরের সম্পর্ক উদযাপনের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে উল্লেখ করেন এ কূটনীতিক।

এ বছরের শেষে জাইকার অর্থায়নে ঢাকা মেট্রো চালু হওয়ার বিষয়টিও সামনে আনেন তিনি। তাছাড়া আড়াইহাজারে জাপানের সহায়তায় নির্মিত বিশেষ অর্থনৈতিক জোনকে ‘বাংলাদেশ’ অর্থনৈতিক অঞ্চল হিসেবে নামকরণ করা হবে বলেও জানান তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ১৯৭৩ সালে জাতির পিতার জাপান সফরের পর থেকে জাপান বাংলাদেশের পাশে রয়েছে। জাপানের সনি কোম্পানির নাম গ্রামের শিশুরাও জানে বলে উল্লেখ করেন তিনি। তবে অন্য দেশের পণ্যের তুলনায় জাপানি পণ্যের দাম একটু বেশি। তাই ভারত, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দাম কিছুটা কমানোর কথা বলেন প্রতিমন্ত্রী।

সনির দেশিয় অংশীদার স্মার্ট টেকনোলজির এমডি জহিরুল ইসলাম বলেন, সনির নতুন এ গুগল টিভিতে ক্যামেরা সুবিধা থাকবে। তাছাড়া আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। ফলে দর্শকের দূরত্ব অনুধাবন করে সাউন্ড ও ব্রাইটনেস বাড়বে বা কমবে।

বাংলাদেশে সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস-এর হাত ধরে বাজারে এলো নতুন টিভি ‘ব্রাভিয়া কে সিরিজ’। এই সিরিজে থাকছে  এলইডি এবং গুগল টিভি। নতুন এই সিরিজে রয়েছে ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি আকারের ২টি ও এলইডি মডেলসহ মোট ১৮টি মডেলের ৭টি স্ক্রিন সাইজের আকর্ষণীয় সব টেলিভিশন। ৩২ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত আকারে পাওয়া যাচ্ছে ‘কে’ সিরিজের টিভি।

নতুন ‘কে’ সিরিজের এই ফোর-কে মডেলগুলো সনি-এর দৃষ্টিনন্দন পিকচার প্রসেসিং টেকনোলজি ফোরকে প্রসেসর এক্স ওয়ান সমৃদ্ধ। ফোরকে এক্স-রিয়েলিটি টিএম প্রো, ট্রিলুমিনাস প্রো ডিসপ্লে। সনি-এর গুগল টিভিতে স্মার্ট হোম ইন্টিগ্রেশনের জন্য থাকছে গুগল অ্যাসিস্ট্যান্ট-এর সঙ্গে হ্যান্ডস ফ্রি ভয়েস সার্চ সুবিধা। ইউটিউব টিএম, নেটফ্লিক্স, অ্যামাজন ভিডিওসহ গুগল প্লে টিএম থেকে ৭,০০০-এরো বেশি অ্যাপের মতো বিশাল সমাহার।

ফোরকে এইচডিআর টিভি মডেলগুলোর ফ্লাশ সারফেস এবং ন্যারো বেজেল যা টিভি দেখার আনন্দকে দেবে অনন্য এক মাত্রা। সনি’র এই সমস্ত নতুন মডেলগুলো এখন থেকে পাওয়া যাবে দেশব্যাপী সনি স্মার্ট-এর সব আউটলেট এবং অনলাইন স্টোর: সনি স্মার্ট ডটকমডটবিডি-তে।

আইসিসি মেন’স টি-টুয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং কাতারে অনুষ্ঠিতব্য ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ‘কে’ সিরিজ -এর নতুন মডেলগুলোর সঙ্গে থাকবে আকর্ষণীয় সব অফার ও উপহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর