শিরোনামঃ
১৫ অক্টোবর সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী রাকিব হাসান

আগামী ১৫ অক্টোবর গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রায় দুই দশক পর এ সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বইছে কোনাবাড়ী এলাকায়। ২০০৩ সালে কোনাবাড়ী ইউনিয়ন আ.লীগের সম্মেলন হয়। এর ১০ বছর পর ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন গঠনের পর এলাকাটি মহানগরের আওতাভুক্ত হয়। এর প্রায় দশ বছর পর এবার ১৫ অক্টোবর সম্মেলন হতে যাচ্ছে। ইতিমধ্যেই তিনজন সভাপতি পদে এবং ৭ জন সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা
ঘোষণা করেছেন। এরই মধ্যে একজন সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী তৃণমূল থেকে উঠে আসা রাকিব হাসান।
১৯৯৬ সাল থেকে তার রাজনৈতিক জীবনের সুচনা হয়। এর পর তেজগাঁও কলেজ থেকে ছাত্রজীবন শেষ করেন এবং পাশাপাশি সামাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন।
বর্তমানে তিনি মহানগরীর ৯ নং ওয়ার্ড আ.লীগের আইন-বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন দূর্যোগের সময় এবং বন্যা কবলিত অসহায় মানুষদের মাঝে নেত্রকোনায় এক হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌছে দিয়েছেন। মহানগর আওয়ামীলীগ এর যে কোন কার্যক্রম এবং দিক নির্দেশনা মেনে তিনি সকল কর্মসুচি পালনের মাধ্যমে ইতিমধ্যে সবার আলোচনার কেন্দ্র বিন্দুতে জায়গা করে নিয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা দীর্ঘ দুই দশক পর কোনাবাড়ী থানা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তরুণ নেতৃত্ব উঠে আসুক। আরো এই তরুণ নেতৃত্বই কোনাবাড়ী থানা আওয়ামীলীগ এর সাংগঠনিক শক্তিকে বহুগুনে বৃদ্ধি করবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর