কাজিপুরে ঘন কুয়াশা রুখতে পারেনি বই বিতরণ উৎসব

বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণ নিতে কোমলমতি শিক্ষার্থীদের বিরত রাখতে পারেনি ঘন কুয়াশা। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও নতুন বইয়ের ছোঁয়া পেয়ে উচ্ছ্বসিত তারা। উপজেলার বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব আনন্দের উপলক্ষ্য হয়ে উঠে। বিভিন্ন প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঘুরে এমনটাই দেখা যায়।
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ শ্লোগান সম্বলিত ব্যানারে রোববার ১ জানুয়ারি আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২৩ এবং আলোচনা সভার আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও সুখময় সরকার, জেলা পরিষদ সদস্য মোসলেম উদ্দিন তালুকদার। বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা উচ্চ শিক্ষা অফিসার শামীম আরা, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, আলমপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহতাবুর রহমান সৈনিক এবং প্রধান শিক্ষক আব্দুল মান্নান। সভাপতিত্ব করেন আলমপুর এম এন উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা তালুকদার।