বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ

কাজিপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় পাওয়ার হর্স বিজয়ী

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩

কাজিপুরের সোনামুখী গ্ৰামে যুব সমাজের উদ্যোগে বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপি প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে বাহারি নামের ৫৫ টি ঘোড়া অংশগ্রহণ করে।

মঙ্গলবার ১০ জানুয়ারি চুরান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পঞ্চগড়ের পাওয়ার হর্স বিজয়ী হয়। এ উপলক্ষে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে।

ঘোড়দৌড় দেখতে আসা সোনামুখী গ্ৰামের জয়নব বিবি জানান ঘোড়দৌড় দেখার জন্য জামাই ঝিদের নিমন্ত্রন করা হয়েছে। প্রতি বাড়িতেই দূর দুরান্তের আত্মীয় স্বজন এসেছে। আমরা খুব আনন্দে আছি। স্থানীয়রা জানান প্রতিবছর ঘোড়দৌড় উপলক্ষে মেলা বসে, বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষ বিনোদিত হয়।

পঞ্চগড় জেলা থেকে আগত অংশগ্রহণকারী রেজা জানান পাওয়ার হর্স নামের ঘোড়া নিয়ে গত ২ বছর তিনি এই মাঠের চ্যাম্পিয়ন। এই ঘোড়া দিয়ে দেশের বিভিন্ন স্থানে তিনি পাঁচ শতাধিক পুরস্কার জিতেছেন।

বাঘের বাচ্চা নামের ঘোড়ার মালিক
শুঘাট শেরপুরের শাহিন জানান তিনি দেশের বিভিন্ন স্থানে তিনি ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফাইনালে বিজয়ী হবার আশা আছে। ভবানীপুর শেরপুরের মেঘরাজ ঘোড়ার মালিক আলমগীর বলেন আমরা আনন্দ দিয়ে আনন্দ পাই, হারজিত বড় কথা নয়।

আধুনিকতার ছোঁয়ায় হাড়িয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। নতুন প্রজন্মের মানুষের জন্য বিনোদনের নিত্যনতুন অনুসঙ্গ থাকলেও অজো পাড়া গায়ের মধ্য বয়সী, বৃদ্ধ এবং শিশুদের চিত্ত বিনোদনের অভাব লক্ষনীয়। এই দৃষ্টিভঙ্গি থেকে উপজেলার সোনামুখী গ্ৰামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি আব্দুর রশিদ। দর্শনার্থী ডা: নাফিসা রায়হানা বলেন কখনো ঘোড়দৌড় দেখিনি, মেয়েকে নিয়ে এসেছি, গ্ৰাম বাংলার ঐতিহ্যবাহী এমন প্রতিযোগিতা যুগযুগ টিকে থাক। চা দোকানি আলতাফ হোসেন জানান প্রতিযোগিতা মাঠে বেচাকেনা ভালো।

প্রতিযোগিতায় সূর্যলাল, চুমকি, সাবধান, বিজয় বাংলা, নাগরাজ, বাটুল, রংবাজ, পঙ্খিরাজ, বিদেশি, স্বপ্নের রানি, আল্লাহর দান, বিজয় সিং, এপাচি, পারলে ঠেকাও, ফড়িং, বাঘের বাচ্চা,
সহ ৫৫ টি অংশগ্রহণকারী ঘোড়ার মধ্যে পঞ্চগড় থেকে আসা পাওয়ার হর্স ঘোড়াটি বিজয়ী হয়,
২য় স্থান অধিকারী বাঘের বাচ্চা এবং ৩য় হয় সম্রাট। বিজয়ীর জন্য একটি ফ্রিজ এবং ২য় স্থান অধিকারীকে ২২ ইঞ্চি টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান বলেন, গ্ৰাম বাংলার ঐতিহ্য হাড়িয়ে যাওয়ার পথে, বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ এই ঘোড়দৌড় উপভোগ করতে হাজির হয়েছে। এ উপলক্ষে এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। আমাদের ঐতিহ্য অনন্তকাল টিকে থাক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর