ভাঙ্গুড়ার সেবাব্রতী কিন্ডার গার্টেনের সুসজ্জিত প্লে কর্নার উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপজেলা সেবাব্রতী কিন্ডার গার্টেনের শিশু শিক্ষার্থীদের জন্য সুসজ্জিত প্লে কর্নার, দেয়ালের সৌন্দর্যবর্ধন ও বাগান তৈরী কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান শিশু শিক্ষার্থীদের জন্য সুসজ্জিত প্লে কর্নার, দেয়ালের সৌন্দর্যবর্ধন ও বাগান তৈরী কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নতুন বছরের ফুলেল শুভেচ্ছা জানানো শেষে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, শিক্ষার জন্য আমরা সবসময় কাজ করে আসছি। এ প্রতিষ্ঠানটিকে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে।