সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে নবাগত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সাথে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, সরকারি বিধি, আইন কানুন মোতাবেক পরিচালিত হবে।
আমি এ জেলায় যোগদানের পর জেনেছি জেলার গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসনের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আশা করছি জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের এই সম্পর্ক অটুট বজায় থাকবে।
এসময়ে স্থানীয় সরকারে উপ-পরিচালক (উপসচিব), মোহাম্মদ তোফাজ্জল হোসেন,
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গনপতি রায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, গোপনীয় শাখা) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সিরাজগঞ্জ প্রেসক্লাবে
সভাপতি হেলাল আহমেদ (দৈনিক করতোয়া), সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু (বিডি নিউজ২৪ ডটকম), সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু (প্রধান সম্পাদক দৈনিক আজকের সিরাজগঞ্জ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার (নির্বাহী সম্পাদক যমুনা প্রবাহ), সাংগঠনিক সম্পাদক হীরক গুণ (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক দিলীপ গৌর (ইনডিপেন্ডেন্ট টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী এস.এইচ. ফিরোজী, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম (জিটিভি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুণ্ডু (সময় টিভি), ফেরদৌস রবিন (চ্যানেল আই) ও মাসুদ রানা (ইউএনবি), সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশের সিরাজগঞ্জ প্রতিনিধি তফিজ উদ্দিনসহ অন্যান্য কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন ।