শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভালুকায় শ্রমিক দলের নেতা কর্তৃক শিক্ষকের বাড়িতে হামলা, প্রতিবাদে সাংবাদিক সম্মেলন সীতাকুণ্ডের ঘোড়ামরা যুব সমাজের উদ্দ্যোগে ১৫০ পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় সুন্দরগঞ্জে গণ ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু আসিয়া হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা কোনাবাড়ীতে মুদি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ড নাটোরে বিএসটিআইয়ের অভিযানে সেমাই কারখানাকে জরিমানা ও মালামাল জব্দ যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত নাগেশ্বরীতে কমিউনিটি নেতা ও যুব ফোরামের সদস্যদের সাথে অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে  সম্মেলন অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে শনিবার (২৮ জানুয়ারি) সকালে  সিরাজগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।

তিনি বলেন,  ইসলাম হলো আমাদের  শান্তির ধর্ম। এখানে কোন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদদের স্থান নেই। ইসলামে মিথ্যা কথা বলা ও  গুজব ছড়ানো নিষেধ করা হয়েছে। তাই আমরা কেউ মিথ্যা কথা বলবো না ও কোন গুজবে কান দিবো না এ জন্য সজাগ থাকতে হবে । আমাদের খতিব, ইমামদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে।  তারা  সকল ধরনের অন্যায়,  অপরাধমূলক  ও খারাপ কাজ বন্ধে মসজিদে বয়ান দিবেন।

তিনি আরো   বলেন,  জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইসলামের জন্য দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ ও সহযোগিতা  করছেন। দেশের জেলা- উপজেলায় ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলেছেন। তিনিই নতুন নতুন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হিফজুখানা নির্মাণ করা সহ সরকারি অনুদানের পাশাপাশি সহায়তা করছেন। আর  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সহ কওমী সনদের স্বীকৃতি দিয়েছেন। তাদেরকে চাকুরী দিয়েছেন এখন তারা  সরকারি বেতন পাচ্ছেন। তিনি ইসলামের খেদমত করছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশন।

এতে সভাপতিত্ব করেন,  সদর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এস.এম.রকিবুল হাসান।
স্বাগত বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন,  জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম হাফেজ মওলানা মোঃ তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলােয়াত করেন, সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ও মডেল মসজিদের মোঃ ইমরান হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,  সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক  সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মওলানা মোঃ এশারত আলী। এসময়ে সদর উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও  মুয়াজ্জিনেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর