এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের স্কুলিং ও পালাবদল অনুষ্ঠিত
এপেক্স বাংলাদেশ ডিষ্টিক ৯ এর স্কুলিং ও এপেক্স ক্লাব অব সিরাজগঞ্জের পালাবদল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ WF Restaurant & Frist food এ অনুষ্ঠিত হয়।
District Schooling Programme উদ্বোধন
করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Apex.Clubs of Bangladesh National President এপে. মাহমুদুল হক সাবু।
সম্মানিত অতিথি হিসেবে National Vice president এপে. এনামুল হক মিলন, NIRD এপে. কবির আহমেদ, NAD এপে. অলিঊলাহ রিপন, NED এপে. হারন অর রশিদ, NSAA এপে.এএসএম নাফিস খান DG 02 এপে.মাহবুবুর রহমান বিদ্যুত, DG 06 এপে. রেজাউল করিম, DG 07 এপে. মনোয়ার হোসেন লাভলু, PGD 09 এপে. তাজুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে LG,PNP এপে. সৈয়দ নুরুর রহমান, LG এপে. মোশারফ হোসেন মিশু,৷ LG এপে. খগেন্দ্রনাথ।
২য় পর্ব ক্লাবের পালাবদল সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হয়। এ পর্ব উদ্বোধন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম. পিপিএম ।
পালাবদলের মাধ্যমে এপে. ফরিদুল হক এর নেতৃত্বে নতুন কমিটি- ২০২৩ সনের জন্য দায়িত্বে অভিসিক্ত হয়। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডিনারের আয়োজন করা হয়।