সরকারকে সহযোগিতা করলে কাজিপুরকে মডেল উপজেলায় রূপান্তরিত করা সহজ হবে:জয় এমপি
সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয় বলেছেন, দেশের সব উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি কাজিপুর মডেল জামে মসজিদ, বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ভবন, স্বাস্থ্য খাত, যোগাযোগ, নদী ভাঙ্গন রোধ ও শতভাগ বিদ্যুৎ প্রদান করেছেন। সবাই এ সরকারকে সহযোগিতা করলে কাজিপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করা সহজ হবে।
চরভানুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুলসহ সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।