কাজিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তূতি দিবসে নানা আয়োজন
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় “মুজিব বর্ষে জাতীয় দুর্যোগ প্রস্তূতি দিবস -২০২৩” উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবেলা মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবার প্রতিপাদ্য রাখা হয় স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়।
বৃহস্পতিবার ৯ মার্চ সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পৌর এলাকার আর,ডি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সহকারী কমিশনার (ভূমি) কাজী অনিক ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা। উপস্থিত ছিলেন, আর ডি হাই স্কুলের প্রধান শিক্ষক খুদিরামসহ সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। বাংলাদেশ স্কাউটস কাজিপুর উপজেলা শাখার কমিশনার আশরাফুল ইসলাম, সম্পাদক সেলিম রেজা, ক্লাব লিডার এনামুল হক সুমন প্রমূখ।
দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে কাজিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃক আয়োজিত মহড়ায় অতিথিগণ এবং শিক্ষার্থীরা অংশগ্ৰহণ করে।