বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা বিগত ৪০ বছরেও হয়নি: এমপি জয়

রিপোর্টারের নাম : / ২৩৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ১৬ মার্চ কলেজ মাঠে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা বিগত ৪০ বছরেও হয়নি। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন আজ তার সর্বোচ্চ সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। এ সময় তিনি নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোলমডেল উল্লেখ করে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন এবং কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ সিরাজগঞ্জ জেলার সেরা কলেজ নির্বাচিত হওয়ায় সকলকে শুভেচ্ছা ও ভবিষ্যতে দেশসেরা হতে প্রস্তুতি নিতে বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ইউএনও সুখময় সরকার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, অত্র কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম।

স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রেজাউল করিম, বক্তব্য রাখেন, কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও গান্ধাইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, সহ-সভাপতি ও সাবেক মেয়র নিজাম উদ্দিন, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, উপস্থিত ছিলেন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আব্দুর রহমান। চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা। দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিলো জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রধান অতিথিকে গার্ড অফ অনার প্রদান, আকর্ষণীয় কুচকাওয়াজ প্রদর্শনী, অতিথিবৃন্দের আসন গ্ৰহণ, অতিথিবৃন্দের বক্তব্য, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর