সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উৎপাদন ব্যয় কমাবে যান্ত্রিক কৃষি, সমলয় ধান চাষ উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা প্রশাসক  ডেবিল হান্ট অভিযানে গাজীপুর নগরীতে গ্রেফতার-১৪ গাজীপুরে মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩ গাকৃবি’র শহীদ আহসানউল্লাহ মাস্টার হলে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোহাম্মদ নাসিমের ৭৫ তম জম্মদিনে কাজিপুরে নানা আয়োজন

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ১৩৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২ এপ্রিল, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও বিভিন্ন দপ্তরের সাবেক সফল মন্ত্রী প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপির ৭৫ তম শুভ জন্মদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

জম্মদিন উপলক্ষে কাজিপুরে দলীয় আয়োজনের মধ্যে ছিলো মোহাম্মদ নাসিম সেবা চত্তরে স্থাপিত ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,
আওয়ামী লীগ কার্যালয়ে স্মৃতিচারণ সভা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ।
এছাড়াও দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করে মোহাম্মদ নাসিম ফাউন্ডেশন । রোববার (২ এপ্রিল) বিকাল ৩ টায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর জৈষ্ঠ্য পুত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়। সভাপতিত্বে করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ রেফাজ উদ্দিন মাষ্টার। মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মরহুমের ছোট ছেলে তম্ময় মনসুর, উপজেলা আঃ লীগের সহসভাপতি হাজী নিজাম উদ্দিন, সহসভাপতি ও পৌর আঃলীগের সভাপতি জি এম তালুকদার, সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, কৃষক লীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আঃলীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, সাংগঠনিক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, মহিলা আঃলীগের সাধারণ সম্পাদক সুলতানা হক, উপজেলা যুব লীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গান্ধাইল ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কাজিপুর সদর ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, খাসরাজবাড়ি ইউনিয়ন আঃলীগের সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।
সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সম্পাদক শাহা আলম , বীরমুক্তিযোদ্ধা ইউনুস আলী, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম,
উপজেলার যুব লীগের সাধারণ সম্পাদক আলি আসলাম, ছাত্র লীগের সভাপতি ভারপ্রাপ্ত বেলাতুল ইসলাম শাওনসহ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্ব সাধারন। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা আঃলীগের প্রচার সম্পাদক শওকত আকবর। এর আগে উপজেলার বিভিন্ন ২৬ টি এতিমখানার এক হাজার ছাত্রদের মাঝে তিনদিনের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় জাতীয় চার নেতার অন্যতম শহিদ এম মনসুর আলী ও মা মোসাম্মাত্ আমেনা মনসুরের ঘরে জন্মগ্রহণ করেন। গত ২০২০ সালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্ট্রোকে মোহাম্মদ নাসিমের জীবন সংকটাপন্ন হয়ে উঠেছিল, সেই সংকট আর কাটেনি। দীর্ঘ ১০ দিন ধরে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২০২০ সালের ১৩ জুন মারা যান রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর