বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ

আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতাঃ / ১৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

লালমনিরহাট জেলা শহরের শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ ও হামদ্, নাত, গজল প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) শিবরাম আদর্শ পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে নিয়মিত কুরআন মাজিদ শিক্ষা আসরের ৩ ও ৪ নং ব্যাচের ২০ জন শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজিদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা পরিচালক রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি ও বিদ্যাপীঠটির প্রধান উপদেষ্টা মোড়ল হুমায়ুন কবির,ঢাকনাই বিএম কলেজের অধ্যক্ষ ও থানা যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, হাফেজ মাওলানা গোলাম মোস্তফাসহ অত্র প্রতিষ্ঠানের ওস্তাদ মোঃ আব্দুর রহিম।

উল্লেখ্য, শিক্ষার্থীরা যাতে করে ৫ম শ্রেণি পাঠ শেষের পূর্বেই পবিত্র কোরআন শুদ্ধ ভাবে পড়তে পারে, সেদিকে বিশেষ ভাবে লক্ষ রেখে অত্র প্রতিষ্ঠানে আরবি শিক্ষা দেয়া হয়। তারই ধারাবাহিকতায় শুদ্ধ ভাবে পড়তে পারে এমন শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর