গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/received_3590754397820735-668x390.jpeg)
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইমরান হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকাল সারে ৮ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু মোঃ ইমরান হোসেন একই ইউনিয়নের চেরাডাংগা গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, নিহত ইমরান তার মায়ের সাথে গত ৩/৪ দিনে আগে বিভিষন গ্রামে তার নানার বাড়ি বেড়াতে এসে অবস্থান করছিলো। বুধবার সকাল সারে ৮ টার দিকে তার মা ও নানার পরিবারের সদস্যদের অগোচরে নানার বাসার পাশে থাকা পুকুরে গিয়ে পানিতে ডুবে যায় ইমরান। পরিবারের লোকজন অনেকক্ষণ তাকে খোঁজা-খুঁজি করে না পেয়ে, পরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।