রায়গঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ভূ-গর্ভস্থ পানির অপচয় রোধে কৃষকদের সাথে মতবিনিময় সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ভূ-গর্ভস্থ পানির অপচয় রোধে সুফল ভোগী কৃষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএমডিএ সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পরিচালনা বোর্ডের সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট।
এ্যাসেডস এর সমন্বয়ক আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রায়গঞ্জ জোনের সহকারী প্রকৌশলী অহেদুল ইসলাম মজুমদার, বেলকুচি কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইদি রহমান, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কে এম রফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শিপন সরকার, তাড়াশ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনির, সিরাজগঞ্জ জেলা মানবাধিকারের সাধারণ আনোয়ার হোসেন সুজন সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।