শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৯৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ উদ্যোগে   সন্ত্রাস  ও জঙ্গিবাদ প্রতিরোধ করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে –
রবিবার (৩০ জুলাই) সকাল ১১ টায় সিরাজগঞ্জ   জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) তিনি তাঁর বক্তব্য বলেন, শান্তির ধর্ম ইসলাম ইসলামে কখনোই সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রশাসন কাজ করছে। তাই সবসময় সমাজের সকলদেরকে নিয়ে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কাজ করতে হবে। আমাদের সন্তানদের কে নজর রাখতে হবে। সন্তানদেরকে আদব-কায়দা  সুশিক্ষা শিক্ষিত করতে হবে ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আপনারা মসজিদ ও মাদ্রাসায় বা ধর্মীয় প্রতিষ্ঠানে  সন্ত্রাস ও জঙ্গিবাদ সহ সকল ধরনের অপরাধ কর্মকান্ড রোধে আলোচনা করবেন বলে আশা করি।

উক্ত অনুষ্ঠানে   ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে
আরো আলোচনা করেন, জেলা মডেল মসজিদ সিরাজগঞ্জের ইমাম  হযরত মাওলানা তরিকুল ইসলাম সহ অন্যান্যরা।

এসময়ে অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের খতিব ইমাম, হাফেজ, মাওলানারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর