আদিতমারী থানার মাদক বিরোধী অভিযানে আটক-১
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_630714829163842-700x324.jpeg)
লালমনিরহাটের আদিতমারী থানার নিয়মিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ ০১ জন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) দিবাগত রাতে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে
এসআই/ মতিউর রহমান, এসআই/ সালেহুর রহমান আকন্দ, এএসআই/ জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে
মাদকের বিরুদ্ধে নিয়মিত চলমান অভিযানে সারপুকুর ইউনিয়নের মধুপুর মৌজাস্থ জহুরুল ইসলামের বসতবাড়ির দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের ঘরের পশ্চিম পার্শ্বের শয়নঘরের খাটের উপর বালিশের নিচ হতে ১৭ (সতের) পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ
মোঃ জহুরুল ইসলাম (৩৭) কে হাতে নাতে আটক করেন।
আটক জহুরুল ইসলাম (৩৭) আদিতমারী উপজেলার মধুপুর এলাকার ১ নং ওয়াডের মৃত সুরুজ মিয়ার ছেলে।
আটকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-০২, ধারা- ৩৬ (১) সারণির ২৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।